Logo

সারাদেশ

২৫০ টাকার জন্য প্রাণ গেল রোজাদারের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০০:৩০

২৫০ টাকার জন্য প্রাণ গেল রোজাদারের

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (৫০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মুরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত দিলদারুল আহমদের কাছে মুরগি বিক্রি বাবদ ২৫০ পেতেন। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, আবুল হাসেম আমার স্বামীকে লাথি-ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর