Logo

সারাদেশ

পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর, থানায় অভিযোগ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:৩৩

পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর, থানায় অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী নুরজাহান বেগম অভিযোগ করেছেন, বৃহস্পতিবার তিনি তার দ্বিতীয় স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর উদ্দেশে চাপলী বাজারে যাচ্ছিলেন। এ সময় তুলাতলী এলাকায় পৌঁছালে সাইফুল, বশির, স্বপন, নুর আলমসহ ১০জন যুবক তাদের মোটরসাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে গিয়ে ফের মারধর এবং শ্লীলতাহানি করে।

তিনি আরও জানান, হামলাকারীরা মোবাইল ফোনে তার অশ্লীল ভিডিও ধারণ করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নুরজাহান কলাপাড়া থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘অভিযোগটি তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাকারিয়া জাহিদ/এটিআর 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর