রোজাদারদের জন্য জামায়াতের ‘কেনা দামে বেচা’ কর্মসূচি

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:৪৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে রমজানে রোজাদারের কষ্ট লাঘব করার লক্ষ্যে মাসব্যাপী ‘কেনা দামে বেচা’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই কার্যক্রম আগামী এক মাস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শহর শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে শহর শাখার আমির ইন্জিনিয়ার নজরুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের পর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে মাওলানা আবদুল হান্নান বলেন, ‘রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের বাড়ানো এবং ভেজাল নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হন। যার কারণে রোজাদারদের কষ্ট বেড়ে যায়। তাই আমরা রোজাদারদের কষ্ট লাঘব করার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ দোকান চালু করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এই কর্মসূচিতে ভর্তুকি দিয়ে ভেজালমুক্ত এবং ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছি, যাতে রোজাদাররা কিছুটা স্বস্তি পায়।’
- এমরান পাটোয়ারী/এমজে