Logo

সারাদেশ

ইউএনওর অফিসে জামায়াত নেতাদের মারধর, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৪:১২

ইউএনওর অফিসে জামায়াত নেতাদের মারধর, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনও মীর রাশেদুজ্জামানকেও মারধর করার চেষ্টা করলে জামায়াত নেতারা ও স্থানীয় সংবাদকর্মীরা বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ইউএনওর অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত চার জামায়াত নেতা হলেন, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। এতে ক্ষুব্ধ বিএনপি নেতারা সোমবার বিকেলে ইউএনওর অফিসে গিয়ে বালু উত্তোলনের বিষয়ে কথা বলতে থাকেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে জামায়াত নেতাদের মারধর শুরু করেন। এ সময় ইউএনওকেও লাঞ্ছিত করার চেষ্টা করলে উপস্থিত সংবাদকর্মী ও জামায়াত নেতারা বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, ‘আমার কক্ষে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এবং মারধরের ঘটনা ঘটেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর