কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:২৫
-67c6c71bc8507.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রি মো. তারেক সরদারের (৩৫) মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী মো. হাসান (২৫)। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক সরদারকে মৃত ঘোষণা করেন। আহত হাসান বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
প্রতিবেশী সজল হাওলাদার জানান, নির্মাণাধীন ভবনের ৪ তলার ছাদে রড উঠানোর সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তারেক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তলার ছাদে পড়ে যান। হাসান নিচে পড়ে গুরুতর আহত হন।
্এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘ভবনে কাজ করার সময় ঘটনাটি ঘটে। একজন নিচে পড়ে গিয়ে মারা গেছেন আর অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'
এআইবি/এমআই