বগুড়ায় বিস্ফোরক মামলায় শ্রমিকলীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:৫৪
-67c6cdde29974.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শ্রমিক লীগের দুই নেতা ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদপুর এলাকার সোবাহান শেখের ছেলে ও শ্রমিকলীগ নেতা ফারুক শেখ (৪০), সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি এলাকার মৃত দারোগ আলীর ছেলে ও শ্রমিক লীগ নেতা বেলাল হোসেন (৫৭) এবং গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের আব্দুল হামিদের ছেলে উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবীব সুজন (৩৯)।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
আব্দুল ওয়াদুদ/এমআই