Logo

সারাদেশ

ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ মহিলাদল নেত্রীর বিরুদ্ধে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৭:৩৪

ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ মহিলাদল নেত্রীর বিরুদ্ধে

কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রদল নেতা চমককে ‘চুরি, মারপিট ও ছিনতাইয়ের’ ঘটনায় ফাঁসানোর অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. রোজিনা পারভীনের বিরুদ্ধে। দলীয় আধিপত্য বিস্তার করতে গিয়ে তিনি একাধিকবার বিএনপি ও অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীকে ফাঁসানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে কর্মী ও স্থানীয় জনগণের মাঝে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) দুপুরে চিলমারী উপজেলা পরিষদে সিডিউল কিনতে আসেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোজিনা পারভীন। এ সময় উপজেলা মহিলা দলের সভাপতি রোজিনাকে বলেন, ‘আপনি মহিলা হয়ে এগুলো মধ্যে জড়ানো ঠিক নয়।’ এ কথা বলতেই রোজিনা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বিবাদ মিটে গেলেও রেষ কাটেনি। উপজেলা পরিষদ থেকে সভাপতি ও তার ছেলে বাড়ি ফেরার পথে রোজিনা তাদের ওপর আবারও হুমকি দেন ও চড়াও হয়ে ওঠেন।

এরপর অসাবধানতাবশত রোজির হাতে থাকা মোবাইল ও ব্যাগ মাটিতে পড়ে গেলে তিনি ওই পরিস্থিতিকে ব্যবহার করে অভিযোগ আনেন যে তার মোবাইল চুরি হয়েছে এবং ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। তার অভিযোগটি পুরোপুরি বানোয়াট এবং মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। রোজি এই ঘটনাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে পেজে পোস্ট করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মহিলা দলের নেত্রী রোজিনা পারভীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি।

স্থানীয় ছাত্রদল কর্মী মো. মমিনুর ও আনিস বলেন, ‘রোজি আপা কিছুটা উগ্র ধরনের। নিজের স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট করতে কোনো সমস্যা বোধ করেন না। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে।’

তারা আরও বলেন, ‘চমক এমন কাজ করার ছেলে নয়, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

চিলমারী মহিলা দলের সভাপতি মোছা. চায়না বেগম বলেন, ‘এটি একটি পরিকল্পিত বানোয়াট ঘটনা। যা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাজানো হয়েছে। আমি চাই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। জেলা নেতৃবৃন্দ এই বিষয়ে হস্তক্ষেপ করুন।’

এদিকে, চিলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যেখানে চমককে ফাঁসানোর জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে। চমক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চিলমারী উপজেলা ছাত্রদলের রাজনীতিতে তার ভালো ইমেজ রয়েছে।’

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাহেদ খান বলেন, ‘এই ধরনের ঘটনা সম্পর্কে পুলিশ কোনো তথ্য পায়নি। অভিযোগ না করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে না।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর