৩ কোটি টাকার সোনার বারসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২০:২৯
-67c70e3120063.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিজিবির সশস্ত্র অভিযানিক দল গাড়িটিকে শনাক্ত করে। পরে দুপুর ১টায় বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটি থামানো হয়।
এসময় গাড়ি থেকে চোরাকারবারি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।
এ ঘটনায় নায়েক মো. সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা ও জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়েছেন।
ফেরদৌস ওয়াহিদ/এমআই