Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে আসামি ছিনতাই

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৪

ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় উড়াওপাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযানে ১২ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকার তোতামিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উড়াওপাড়া এলাকার তোতামিয়ার ছেলে প্রিয় ইসলামকে (১৭) আটক করেন। 

পরবর্তীতে একই এলাকার আরিফ (২৫), রাজা (২৩) ও বিজয় (২২) মাদকদ্রব্য কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে প্রিয় ইসলামের হাতকড়া ছিনিয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। হামলায় সিপাহী ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন।

এ ঘটনায় পরে পুলিশ অভিযানে নেমে ইমরান আলী (২৩) এবং খুশি আক্তারসহ (১৮) আরও বেশ কয়েকজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমরান আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ জানান, প্রিয় ইসলামকে গ্রেপ্তার করার সময় তার সহযোগী যুবকরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, ‘এটি মাদকবিরোধী একটি অভিযান ছিল। অভিযানে মাদক সেবনের সময় ইমরান আলীকে আটক করা হয়। তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

  • আবু সালেহ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর