Logo

সারাদেশ

মসজিদে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:০৯

মসজিদে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম

যশোরের শার্শায় মসজিদে ইফতারি বিতরণকে কেন্দ্র করে চার মুসল্লিকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাটিপুকুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্য মুসল্লিরা অভিযুক্ত আলমগীর হোসেনকে গণধোলাই দিয়েছেন।

আহতরা হলেন, মাটিপুকুর গ্রামের আবু তালেব (৪০), তার ভাই অহিদুল ইসলাম (৩৫), কাঠমিস্ত্রি নূর হোসেন (৪৫) ও রিপন হোসেন (২৮)।

তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলেচারজনকেই ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এলাকাবাসী ও আহতদের স্বজন সূত্রে জানা যায়, আলমগীর ইফতারির সময় মসজিদে গিয়ে তার বৃদ্ধ বাবা দ্বীন মোহাম্মদকে (৭০) মারপিট করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা বাধা দেন ও প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর