‘দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:৪৫
-67c83970954ff.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারিদ্র বিমোচনে যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নামাজ-রোজার মতই যাকাত আদায় করাও ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। অথচ দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। যাকাত হলো সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা এবং এটা দরিদ্র ও হতবঞ্চিতদের হক। এই হক তাদের কাছে নির্ধারিত নিয়মে পৌঁছানো জরুরি।
তিনি বলেন, সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এছাড়াও বক্তব্য দেন- ড. মুনিরুজ্জামান ইউসুফী, ইমাম মুয়াজ্বিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আব্দুল কাদের, কলামিস্ট মুস্তাকিম হোসাইন।
আলোচনা শেষে প্রধান অতিথি যাকাত গ্রহণ করেন ও দুস্থদের মাঝে যাকাত প্রদান করেন। জেলা প্রশাসক পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন যাকাতের অর্থ গ্রহণ করবেন।
জুয়েল হাসান/এমআই