মুন্সীগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:০০
-67c84ae13d0eb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক নারীকে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান মিজি (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার লাখারন গ্রামের মৃত শফি উদ্দিনের মেয়ে সালেহা উদ্দিন ওরফে ডলি (৩০) একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। ২০১৮ সালের ২ মার্চ তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে সংবাদপত্রের মাধ্যমে জানা যায়, লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের হাজী কালাম মোল্লার বাড়িতে ভাড়া থাকা হাবিবুর রহমান মিজির ঘরে এক নারীর লাশ গোপনে রাখা হয়েছে। খবর পেয়ে ডলির ভাই সেখানে গিয়ে ছবির মাধ্যমে লাশ শনাক্ত করেন।
এ ঘটনায় ডলির ভাই নূর মোহাম্মদ দপ্তরি বাদী হয়ে ২০১৮ সালের ২২ মার্চ টঙ্গীবাড়ী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত হাবিবুর রহমান মিজিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ হোসেন জানান, ‘একজন মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়েছিল। আদালত সঠিক রায় ঘোষণা করেছেন, এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’
আবু সাঈদ/এমআই