সুনামগঞ্জে বিএনপির ‘পকেট কমিটি’ ঘোষণায় নেতাকর্মীদের অসন্তোষ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:১১
-67c84d9527393.jpg)
সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতাকর্মীরা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার (৫ মার্চ) বিকেল ৫টায় দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শক্তিয়ারখলা বাজার মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, গত ২৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা বিএনপি যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, সেখানে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং যারা আন্দোলন সংগ্রামে অংশ নেয়নি তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন ধরে রাজপথে ছিলেন, অত্যাচার সহ্য করেছেন, তাদের বাদ দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, ‘এ ধরনের কমিটি বিএনপির ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের প্রতি অবিচার। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা রাজপথে ছিলেন, জেলজুলুম ভোগ করেছেন, তাদেরকে এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তারা আরও অভিযোগ করেন, ‘বিশম্ভরপুর উপজেলায় যাকে আহ্বায়ক করা হয়েছে, তাকে কেউ চেনে না। তিনি এই উপজেলার নাগরিকও নন। তাহলে কীভাবে এমন একজন ব্যক্তিকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়? এটি স্পষ্টতই একটি পকেট কমিটি। এটা অর্থ বাণিজ্যের মাধ্যমে গঠন করা হয়েছে।’
বক্তারা দাবি করেন, ‘এই কমিটি বাতিল করে বিএনপির প্রকৃত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক। তৃণমূলের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হোক।’
তারা বলেন, ‘এভাবে কমিটি গঠন করার মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে। কিছু সুবিধাবাদী নেতাকর্মী তাদের স্বার্থ হাসিলের জন্য এই কমিটি গঠন করেছে।’
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই কমিটির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় বক্তব্য দেন, বিশম্ভরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তুফাজ্জল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুর আলম, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আরিফ রব্বানী হিমেল, উপজেলা কৃষক দল নেতা জাহাঙ্গীর পাঠান, বিশম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাব মিয়া।
বক্তারা বলেন, ‘অতিদ্রুত এই কমিটি বাতিল করে তৃণমূলের প্রকৃত নেতৃত্বের ভিত্তিতে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। যাতে বিএনপির আসল শক্তি সামনে এসে কাজ করতে পারে।’
- আবদুল হালিম/এমজে