আলফাডাঙ্গা সরকারি কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:১৮
-67c84f0ae2a3e.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি কলেজ ছাত্রদলের শতাধিক কর্মী অংশ নেন।
এ সময় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম চৌধুরী আব্দুল্লাহর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তায়িব হাসান শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মো. সাজিম, প্রচার সম্পাদক বরকত সরদার, ক্রীড়া সম্পাদক তারেক হোসেন শাহেদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. সজল শেখ প্রমুখ।
পরে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে গত ১ মার্চ আব্দুল জব্বারকে সভাপতি ও শামীম চৌধুরী আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রদল।
বিএইচ/