Logo

সারাদেশ

ইফতারে কমলা খাওয়ায় ছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২০:৫৫

ইফতারে কমলা খাওয়ায় ছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

শিক্ষকের মারপিটে হাসপাতালে ভর্তি আহত মাদ্রাসা ছাত্র সাগর। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের সদর উপজেলায় ইফতারের বেচে যাওয়া দুই কোয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। 

বুধবার (৫ মার্চ) ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায় এ নির্যাতনের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার।

নির্যাতনের শিকার সাগর হোসেন ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানার ছাত্র।

জানা গেছে, মথুরাপুর এতিমখানায় ইফতারে বেচে যাওয়া মাত্র দুই কোয়া কমলা খেয়েছিল ছাত্র সাগর হোসেন। এরপর শুরু হয় নির্যাতন। দঁড়ি দিয়ে হাত-পা বেঁধে গাছের ডাল আর ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এই মারধরের কারণে সাগরের সারা শরীরে দগদগে ক্ষত সৃষ্টি হয়েছে। ওই শিক্ষক সাগরের সঙ্গে এতিমখানার আরও এক শিশুকেও মারধর করেন। পাশবিক এমন নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

শিক্ষকের মারপিটে আহত সাগর হোসেন বলেন, ‘সোমবার (৩ মার্চ) ইফতারের পর দুইটা মাল্টা স্যারদের না জানিয়ে আমি খেয়েছিলাম। এ নিয়ে কয়েকজন স্যার আমার ওপর ক্ষুব্ধ হয়। পরে বুধবার (৫ মার্চ) সকালে লাঠি ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। আমার স্বজনরা জানতে পেরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।’

সাগর হোসেনের মা মধুমালা খাতুন বলেন, ‘ইফতার শেষে কিছু কমলালেবু বেচে যায়। রাতে সাগর হোসেন সেখান থেকে দুই টুকরো কমলা খায়। এ কারণে বুধবার ফজরের নামাজ শেষে তাকে দঁড়ি দিয়ে হাত-পা বেঁধে মেহগনি গাছের ডাল এবং ব্যাট দিয়ে বেধড়ক মারধর করেন শিক্ষক ইমরান হাওলাদার। মারধরে সাগর গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা আমাদের খবর দেন।’

এ বিষয়ে মথুরাপুর আদর্শ এতিমখানার সুপার জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্খিত। এতিম কিশোর সাগরকে এভাবে মারধরের ঘটনায় শিক্ষক ইমরান হাওলাদারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় আমি নিজে বাদী হয়ে অভিযোগ দিয়েছি।’

এ অভিযোগের বিষয়ে জানতে মাদরাসার অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদারের সাথে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই শিক্ষককে এতিমখানা থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এতিমখানার সুপার থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এম বুরহান উদ্দীন/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষক মারপিট ইফতার মাদ্রাসা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর