
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী এলাকায় সাগরে মাছ ধরার সময় ৬ ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল বিজিবি।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
এই ৬ ট্রলারের মালিকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. বশির আহমদ ও মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকাধীন ২টি ট্রলার রয়েছে।
ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেরা কয়েকটি ট্রলারে মাছ ধরছিলেন। একপর্যায়ে সাগরের মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে ৬টি ট্রলার। এ সময় দেশটির নৌবাহিনী এসব ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যায়।
- ওএফ