সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্র্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:১৮

রংপুর মহানগরীর সেনপাড়ায় পুলিশের অভিযানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনের সাবেক আওয়ামী লীগ এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশেষ অভিযানে রংপুর শহরের সেনপাড়া গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নীলফামারীতে দুটি ও রংপুরে একটি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি ৫ আগস্টের পর থেকে আত্নগোপনে ছিলেন। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানেই অবস্থান করছিলেন।
তিনি আরও বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুরের রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এছাড়া, তিনি নীলফামারীর ডিমলায় হত্যাচেষ্টা ও নীলফামারী সদর থানার হত্যাচেষ্টা মামলারও আসামি।
উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর টানা দুইবার এমপি নির্বাচিত হন বিগত সরকারের আমলে।
রাসেদ খান/ওএফ