Logo

সারাদেশ

মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:৪৭

মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানোকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য নিয়ে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। কয়েকদিন ধরে গ্রামটির মসজিদে তারাবির নামাজ চলাকালীন আব্দুল মালেকের লোকজনের স্যান্ডেল হারিয়ে যায়। বুধবার রাতে ফের স্যান্ডেল হারানোর ঘটনা ঘটলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • এম বুরহান উদ্দীন/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর