
ফেনী পৌর হকার্স মার্কেট, তাকিয়া রোড ও পাঁচগাছিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ময়লাযুক্ত বেসন বিক্রি করায় পৌর হকার্স মার্কেট এলাকার মেসার্স গিল্লাবাড়িয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করায় তাকিয়া রোড এলাকার মেসার্স ছায়দুল হক মসলার মিলকে ৩০ হাজার টাকা, মেয়াদহীন সেমাই বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় পাঁচগাছিয়া এলাকার মেসার্স এ ডি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের সতর্ক করা হয়েছে।
এ অভিযানে জেলা পুলিশ একটি টিম সহায়তা প্রদান করেছে। এতে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষে ইফতারি সামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও নিত্যপণ্যের ওপর তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমরান পাটোয়ারী/এমবি