গ্রীন লাইন বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৬:০৫

ঢাকা থেকে বরিশালগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বাসটি বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ আগুন ধরে যায়। তবে বাসের চালক, হেলপার, সুপারভাইজারসহ ২০ জন যাত্রী দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি পরিবহনের বাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে পরে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এস এম মিজান/এমবি