Logo

সারাদেশ

ফেনীতে ৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৬:১৮

ফেনীতে ৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টারলাইন পাম্পের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে গাঁজা পাচারের খবর পেয়ে এসআই মো. মাহফুজুর রহমান, এসআই মো. তানভীর মেহেদী, এএসআই মো. খোকন হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল শেখকে (৪৮) আটক করা হয়। তার দেখানো স্থান থেকে দুটি ব্যাগে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণেও কাজ করছে। আটককৃত মাদক কারবারিকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর