Logo

সারাদেশ

ওসির তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের সেই পিয়ন গ্রেপ্তার

Icon

চাঁদপুর ও আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:০৪

ওসির তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের সেই পিয়ন গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে আশুলিয়া থানা থেকে সুমন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা গেছে, গত ২ মার্চ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। ৩ মার্চ থেকে তিনি ওই থানায় যোগদান করার পর থেকে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দাবি করা হয় যে, তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। ওই প্রত্যয়ন পত্রে আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু (নারায়নগঞ্জ-২) স্বাক্ষরিত ছিল, যেখানে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বর্ণনা করা হয়।

এ ঘটনার তদন্ত করতে আশুলিয়া থানায় আসেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন। তিনি অভিযোগ করেন, ওসি মনিরুল হক ডাবলু ছাত্রলীগের সাথে সম্পর্কিত, এ বিষয়ে তদন্ত করতে তিনি থানায় এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সুমন তার গ্রামের বাড়ি চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার। তিনি জানান, সুমনকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আশুলিয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আলআমিন ভূঁইয়া/ হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর