Logo

সারাদেশ

শেরপুরে ট্যাংকলরির ধাক্কায় যুবক নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:৪০

শেরপুরে ট্যাংকলরির ধাক্কায় যুবক নিহত

বগুড়ার শেরপুরে ট্যাংকলরির ধাক্কায় সুজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর ১টার দিকে পৌর শহরের ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া শাহবন্দেগী ইউনিয়নের কান্দিকুমড়া গ্রামের শাহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সুজন রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হচ্ছিলেন। একটি ট্রাক রাস্তার ওপরে পার্কিং করে করা ছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরিকে ধাক্কা দেয়। তাতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সুজন মিয়া নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্যাংকলরিটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আব্দুল ওয়াদুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর