নলছিটিতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:২৯

ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় দপদপিয়া ইউনিয়নের মেসার্স হাওলাদার ব্রিকস এবং দুপুর ১টায় পৌরসভার গৌড়িপাশা গ্রামে মেসার্স এস আর ব্রিকস-এ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, মেসার্স হাওলাদার ব্রিকসের কোনো বৈধ লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, এস আর ব্রিকসের মালিকপক্ষ আগেই পালিয়ে যায়। ফলে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে ভ্রাম্যমাণ আদালত ভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলে কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলার সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক প্রমুখ।
মো. শাহাদাত হোসেন মনু/এটিআর