Logo

সারাদেশ

কলাপাড়ায় ব্র্যাক শস্য ভান্ডারে চুরি

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:০৯

কলাপাড়ায় ব্র্যাক শস্য ভান্ডারে চুরি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের বিপিনপুর গ্রামে ব্র্যাক এনজিও পরিচালিত শস্য ভান্ডারে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

চোরচক্র শস্য ভান্ডারের নিরাপত্তা ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, ফ্যান, আইপিএস সেটসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ শস্য ভান্ডারে কৃষকরা বিনামূল্যে শস্য সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে তা বাজারে বিক্রি করে থাকেন। এটি একসঙ্গে প্রায় ৪০ টন শস্য সংরক্ষণে সক্ষম।

ব্র্যাকের মহিপুর ব্রাঞ্চের প্রজেক্ট ম্যানেজার জাফর আহমেদ জানান, আমাদের বেশ কিছু মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা। আমরা মহিপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা শস্য ভান্ডারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর