Logo

সারাদেশ

চাঁদপুরে গৃহকর্মীর ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:৫১

চাঁদপুরে গৃহকর্মীর ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগ

চাঁদপুরের মাদ্রাসা রোডে গৃহকর্মী রুজিনার (২০) ওপর পৈশাচিক নির্যাতনের অভিযোগে তার মামা রুবেল মোল্লা ও মামি রোকেয়া বেগমকে আটক করেছে পুলিশ। গত ৬ মাস ধরে রুজিনা তার মামার বাসায় মামাতো বোন শিশু রাজিয়া ও ভাই প্রতিবন্ধী রিফাতকে দেখাশুনা করার জন্য কাজ করছিলেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রুজিনা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুজিনাকে উদ্ধার করে। একই সঙ্গে তার মামা রুবেল মোল্লা ও রোকেয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে কান্না করছিলেন এবং তিনি জানান যে, তাকে তার মামা-শাশুড়ি মারধর করেছে এবং তিনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। পরে পুলিশ এসে তাদের আটক করে।

স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে কান্না করছিলেন। তিনি বলেন, তাকে কথায় কথায় নির্যাতন করা হতো এবং মামার বাসা থেকে পালিয়ে এসেছেন। পরে তার অবস্থা দেখে আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।

নির্যাতনের শিকার রুজিনা চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহম্মদ ভুঁইয়ার মেয়ে। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।

আটক রুবেল মোল্লা একই গ্রামের মোল্লা বাড়ির আবুল মোল্লার ছেলে। রুজিনা তার আপন ভাগ্নি। রুবেল মোল্লা গত ৬ মাস আগে রুজিনাকে তার বড় ভাগ্নির শিশু সন্তানকে দেখাশোনা করার জন্য এ বাসায় নিয়ে আসেন। রুবেল মোল্লা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

নির্যাতনের শিকার রুজিনা বলেন, গত ৬ মাস পূর্বে তাকে মামার বাসায় কাজ করার জন্য আনা হয়। কাজ করার সময়, অকারণেই তার মামি মারধর করতেন। কোনো ভুল হলেই তাকে মারধর ও গালমন্দ করা হতো। কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। কিন্তু আমাকে পুতা, কাঠ ও দা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হতো। গত ৪ মাস ধরে এভাবে মারধর করে। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছিলেন। তবে জখম ভালো হয়নি।

রুজিনার বাবা আলী আহম্মদ ভুঁইয়া জানান, তিনি জানতেন না যে, তার মেয়ে এমন নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘রোকেয়া আমার মেয়েকে যে নির্যাতন করেছে, তা কেউ না দেখলে বিশ্বাস করবে না। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে গৃহকর্মী মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারকেও জানানো হয়েছে। অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর