Logo

সারাদেশ

শ্রীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:৫৯

শ্রীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরমী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আনসার সদস্যদের সহযোগিতায় দোকানে মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জানা যায়, উপজেলার বরমী বাজারে মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দোকানে মূল্য তালিকা না থাকায় ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নিচ্ছেন বিক্রেতারা। যদিও ভোক্তা আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে যারা মূল্য তালিকা দেখায়নি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর