Logo

সারাদেশ

চাঁদপুরে ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৭:৫৪

চাঁদপুরে ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেপ্তার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহসভাপতি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মেহেদী হাসান রাব্বি গত ৪ আগস্ট টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি। এ মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। হত্যার শিকার আজাদ সরকারের ছেলে পৌর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান রাব্বি ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিক্স পণ্যের শোরুম ও গোডাউন লুটপাট ও ভাঙচুরের ঘটনায়ও জড়িত ছিলেন। এতে ওই ব্যবসায়ীর প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় গত ২০ আগস্ট রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে হত্যা, লুটপাট ও ভাঙচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে হাজীগঞ্জে আনা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর