কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে ‘দুর্ধর্ষ ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:০৭

ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ‘দুর্ধর্ষ ডাকাত’ আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে কোহিনুর নামের তার এক নারী সহযোগীকেও আটক করা হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়া এলাকায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুখ্যাত ডাকাত আবুল খায়ের আস্তানায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। তবে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগুনা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ কোহিনুর নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ডাকাত আবুল খায়ের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চলে অপরাধ দমনে নৌবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশ নেয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি