ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:২৩

ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কাওসার আলীর ছেলে মিরাজ (২৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাবি বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস (৩০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩৫), বাগেরহাটের চিতলমারী উপজেলার মনিশংকর মজুমদার (৩৩) ও তার ভাই রুবেল চন্দ্র মজুমদার (৩৭), খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাহাট গ্রামের দাউদ ফকিরের ছেলে কলনগির ফকির (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে শিবাজী বিশ্বাস (১৯)।
তবে আইনগত কারণে সাত নারী ও চার শিশুর নাম প্রকাশ করেনি বিজিবি।
বিজিবি জানিয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় বেনীপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। একই সময়ে বাঘাডাঙ্গা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে চার নারী ও দুই শিশুসহ আট বাংলাদেশিকে আটক করা হয়। এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির অভিযানে দুই নারী ও দুই শিশুসহ আরও সাতজনকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। অন্যদিকে, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় চালানো অভিযানে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। পরে উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে জমা দেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুরহান উদ্দীন/এমবি