Logo

সারাদেশ

ওজন যন্ত্রে কারসাজি, কক্সবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:৪৫

ওজন যন্ত্রে কারসাজি, কক্সবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার শহরে ওজন পরিমাপ যন্ত্রে অনিয়ম ও কারসাজির অভিযোগে ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিএসটিআই কক্সবাজার ও সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ লঙ্ঘনের দায়ে ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ সময় বাহারছড়া বাজারের নাজিয়া পোল্ট্রি হাউজকে ৩ হাজার টাকা, মাছের আড়ত মোহাম্মদ হোসেনকে ২ হাজার টাকা, সেলিম স্টোরকে ১ হাজার টাকা এবং সাগর স্টোরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এছাড়া প্রসিকিউশন করেন বিএসটিআই এর ইন্সপেক্টর (মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর