Logo

সারাদেশ

কালিয়াকৈর ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠনের নির্বাচন স্থগিত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:৫৪

কালিয়াকৈর ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠনের নির্বাচন স্থগিত

গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠনের জন্য নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

বিচারপতি ফাতেমা নাজিবের নেতৃত্বাধীন বেঞ্চ রিট পিটিশন নং ৪৪৮৩/২০২৫-এর প্রেক্ষিতে এ রায় দেন। রিটটি দায়ের করেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের অ্যাড-হক কমিটির সদস্য সালমা খাতুন ও শিরাজুল ইসলাম বকশী লিটন। তারা রিটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কর্তৃক গত ৪ মার্চ জারি করা গভর্নিং বডি গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করেন।

রিট আবেদনে প্রতিপক্ষ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, গাজীপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কলেজের বর্তমান অ্যাড-হক কমিটির চেয়ারম্যান ও অধ্যক্ষকে অন্তর্ভুক্ত করা হয়।

আদালতের আদেশের ফলে ওই বিজ্ঞপ্তি স্থগিত থাকায় আপাতত গভর্নিং বডি গঠনের জন্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত ৪৪ ডিএলআর (এডি) এর আপিল বিভাগের রায় অনুসারে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

দেলোয়ার হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর