Logo

সারাদেশ

বাউফলে বাজারে টিসিবির পণ্য জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:০৬

বাউফলে বাজারে টিসিবির পণ্য জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর বাউফল পৌর বাজারের একটি মুদি দোকান থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মেসার্স মা কালি ভাণ্ডার নামের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু। অভিযানে ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা (বুট), ৫০ কেজি চিনি ও ১২৮ কেজি ডাল জব্দ করা হয়।

ব্যবসায়ী বাসুদেব সাহা এসব পণ্য গুদামে সংরক্ষণ করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী বাসুদেব সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, আমি জানতাম না যে টিসিবির মালামাল কেনা-বেচা করা বেআইনি। মদনপুরা ইউনিয়নের টিসিবির পরিবেশক আবদুল আজিজ হাওলাদার কাছ থেকে তিনি এসব পণ্য কিনেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু জানান, অভিযুক্ত ব্যবসায়ী অপরাধ স্বীকার করেছেন। পাশাপাশি যেই টিসিবি ডিলার এসব পণ্য সরবরাহ করেছেন, তার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর