Logo

সারাদেশ

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে যুবদল নেতা বহিষ্কার

Icon

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:২৯

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবদলের সদস্য ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাহিদুজ্জামান সোহাগকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পটুয়াখালী জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে বুধবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়ম ও বরাদ্দকৃত চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অপরাধে যৌথবাহিনীর অভিযানে সোহাগসহ দুইজন গ্রেপ্তার হন।

তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত সোহাগের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সিদ্ধান্তের পর এ সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফিরোজ ফরাজী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর