Logo

সারাদেশ

প্রাণনাশের হুমকি, সিকদার লিটনের বিরুদ্ধে আরও এক জিডি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৫:০৭

প্রাণনাশের হুমকি, সিকদার লিটনের বিরুদ্ধে আরও এক জিডি

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রেপ্তার সিকদার লিটনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরিফ সরকার নামের একজন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার কথা উল্লেখ করে জিডি করেন।

শরিফ সরকার অভিযোগ করেন, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের জেরে লিটন তাকে গালিগালাজ করেন। ফোনে ও সরাসরি দেখা হলে তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি আশঙ্কা করছেন যে, লিটন যেকোনো সময় তাকে বা তার পরিবারের ক্ষতি করতে পারে কিংবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে।  

এর আগে, স্থানীয় তৃপ্তি খানমের বোনও সিকদার লিটনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, লিটন একজন ভয়ংকর প্রতারক ও ষড়যন্ত্রকারী। তিনি এলাকার মানুষের ক্ষতি করতে লেগে থাকেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত।  

জানা গেছে, সিকদার লিটনের বাড়ি আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নে। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও প্রতারণাসহ ১৩টির বেশি মামলা রয়েছে। বুধবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা দাবি করেন, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় মোবাইল চুরি, চাকরির নামে অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।

সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল হাসান বলেন, সিকদার লিটন একজন পেশাদার প্রতারক ও অপরাধী, যার প্রতারণার জাল দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর