Logo

সারাদেশ

ভারতীয় খাসিয়াদের হাতে যুবক নিহত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৫:১৯

ভারতীয় খাসিয়াদের হাতে যুবক নিহত

ভারতীয় খাসিয়াদের হামলায় সিলেটি এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত (৭ মার্চ) রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় নিহত হন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক। নিহত যুবকের নাম শাহেদ মিয়া (২৫)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের বরাত দিয়ে বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর