Logo

সারাদেশ

বাঁশখালীতে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:২১

বাঁশখালীতে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে (৭ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শীলকূপ ইউনিয়নের মোস্তফা আলীর পুত্র মাঈনুদ্দীন (প্রকাশ মঈন্ন্যা ডাকাত) ও পৌরসভার ছাবের আহমদের পুত্র রাশেদুল ইসলাম। তারা দুজনই নাশকতা মামলার আসামি। একই সময়ে গ্রেপ্তার নাজিম উদ্দীন সাজাপ্রাপ্ত আসামি।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তাফহীমুল ইসলাম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর