২ শতাধিক খেলোয়াড় পেল তুরস্কের ইফতার সামগ্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান উপলক্ষে তুরস্কের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা’র পক্ষ থেকে চা-বাগানের প্রায় দুইশতাধিক খেলোয়াড়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার ভিমসী বাবুর বাজার এলাকার স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (শি)-এর ট্রেনিং সেন্টারে বিভিন্ন চা-বাগান থেকে আসা সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শি-এর শ্রীমঙ্গল ইউনিট সভাপতি ঝিনুক বৈদ্য, কোচ আলতাফ হোসেন মুর্শেদ, কোচ দেব প্রসাদ শীল, কোচ লাবনী দোষাদ প্রমুখ।
ঝিনুক বৈদ্য বলেন, ‘আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের শিশুদের নিয়ে ফুটবল ও বলিবল প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদেরকে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন খেলায় অংশ নিতে সহযোগিতা করি। তাদের জন্যই তুরস্কের দাতা সংস্থা টিকা’র পক্ষ থেকে ইফতার সামগ্রী এসেছে। আজ আমরা এগুলো তাদের হাতে তুলে দিয়েছি।’
আল ইব্রাহিম/এটিআর