রাঙ্গামাটিতে ‘সন্ত্রাসীদের’ আস্তানায় অভিযান, গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৫৯

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শুক্রবার (৭ মার্চ) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনা সদস্যরা ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের এক গোপন আস্তানার সন্ধান পান। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা তাদের চিরাচরিত কৌশল অনুসরণ করে কিছু পাহাড়ি নারীকে সামনে এনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযান ব্যাহত করার চেষ্টা চালায়। আটককৃত সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করে। তবে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সম্প্রতি পার্শ্ববর্তী দেশ থেকে কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদ পাচারের একটি চালান ধরা পড়ে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আইএসপিআর জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এমজে