Logo

সারাদেশ

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৯:০১

ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল বন্ধ

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে শ্রী উৎস ভট্টাচার্য্য (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত উৎস একই উপজেলার রায়গ্রাম এলাকার উজ্জ্বল ভট্টাচার্য্যের ছেলে। সে সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে (৭ মার্চ) ফাতেমা হাসপাতালে চিকিৎসক কাজী রাজিবুল ইসলামের তত্ত্বাবধানে নাকের পলিপাস অপারেশন করা হয় উৎসের। তবে অপারেশনের পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সকাল ৯টার দিকে মারা যায় সে।

নিহতের বড় ভাই উন্মেষ ভট্টাচার্য্য বলেন, ‘অপারেশনের পর ছোট ভাই মুখ দিয়ে নিশ্বাস নিচ্ছিল। হঠাৎ দেখি তার শ্বাস বন্ধ হয়ে গেছে। তখন ডাক্তার ও নার্সদের পায়ে ধরে সাহায্য চাই। কিন্তু তারা বলেন, কিছু হয়নি, জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। অথচ চিকিৎসকের উপস্থিতি ছিল না, ভিডিও কলে পরামর্শ নিচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার অনুরোধ করেছিলাম, ভাইয়ের অবস্থা খারাপ হচ্ছে, কোথায় নেব বলুন। কিন্তু তারা শুধু সময় নষ্ট করল। পরে যখন ডাক্তার এসে যশোরে পাঠানোর কথা বললেন, ততক্ষণে ভাই মারা গেছে।’

এ ঘটনায় উৎসের সহপাঠীরা শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতালটি বন্ধের দাবি জানায়। একপর্যায়ে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। স্বাস্থ্য দপ্তর খুললে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ফাতেমা ক্লিনিকে মৃত্যুর ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’  

ঘটনার পর থেকে হাসপাতালের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এম বুরহান উদ্দীন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর