Logo

সারাদেশ

সেতুর অভাবে বিদ্যুতের খুঁটি ফেলে পারাপার

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৯:১২

সেতুর অভাবে বিদ্যুতের খুঁটি ফেলে পারাপার

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির উপজেলার রহিমগঞ্জ-চান্দারচর সড়কে সেতু না থাকায় খালের ওপর পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি ফেলে পারাপার করছেন স্থানীয়রা। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো পথচারীকে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার রহিমগঞ্জ বাজার থেকে চান্দারচর, মারিয়ালয়সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু খালের ওপর সেতু না থাকায় কয়েক বছর ধরে এলাকাবাসী বিদ্যুতের খুঁটি ফেলে অস্থায়ী পারাপারের ব্যবস্থা করেছেন। এতে শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া যান চলাচল ব্যাহত হওয়ায় কৃষকদের পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, প্রতিদিন হাজারো মানুষ এই খুঁটির সেতু ব্যবহার করেন। এক কৃষক বলেন, ‘সরকার যদি দ্রুত সেতু নির্মাণ না করে, তাহলে আমাদের দুর্ভোগ শেষ হবে না। গাড়ি নিয়ে যাতায়াত করা তো স্বপ্নের মতো মনে হয়।’

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন,‘বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

মো. নাজমুল ইসলাম পিন্টু/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর