Logo

সারাদেশ

চরফ্যাশনে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৯:৪৬

চরফ্যাশনে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ভোলার চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (চরফ্যাশন) উপজেলা শাখা। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় চরফ্যাশন পৌর শহরের হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মহিববুল্লাহ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু প্রমুখ। 

মাহফিলে ইসলামী আন্দোলন,গণ অধিকার পার্টির নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী, সমাজ সেবক, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এম ফাহিম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত ইফতার মাহফিল ভোলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর