Logo

সারাদেশ

সুনামগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২০:৪৫

সুনামগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের হাছননগরস্থ ইসলামিক সেন্টার হল রুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামসউদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।  

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারি সুলেমান চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমির আজিজুল হক মাসুক, ইসলামী ছাত্র শিবির জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান ফাহিম ও জামায়াতনেতা এডভোকেট হেলাল উদ্দিন।  

মো. আব্দুল হালিম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইফতার মাহফিল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর