আলফাডাঙ্গায় হিলফুল ফুজুলের ইফতার সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২৩:৪৩
-67cb302aab074.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘হিলফুল ফুজুল’ নামে একটি ইসলামিক সংগঠন।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ধলাইরচর, মিঠাপুরসহ কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে ছিল—ছোলা, মুড়ি, চিড়া, খেজুর, বেসন, ডাল, তেল, পেঁয়াজ ও চিনি।
বিতরণ কার্যক্রমে ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব ও সংগঠনটির সভাপতি মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ওয়াহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল শেখ, কোষাধ্যক্ষ মাওলানা মারুফ শেখ, মাওলানা আবু মুসাসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। পবিত্র মাহে রমজানে এসব পরিবারের অধিকাংশেরই ইফতার সামগ্রী কেনার সামর্থ্য নেই। সারাদিন সিয়াম সাধনার পর যেন তারা শান্তিতে ইফতার করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএইচএস