
কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই পণ্য বহনকারী দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুরুল কবিরের ছেলে গিয়াস উদ্দিন (৪০) এবং একই এলাকার নুরুল হাসানের ছেলে মোহাম্মদ হোছন (৩৪)। তারা চোরাচালান চক্রের সদস্য এবং জব্দকৃত গাড়ি দুটি চালক।
টেকনাফ থানার ওসি বলেন, শুক্রবার ভোরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের পূর্বপাশে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাই পণ্য পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের দিকে ব্যাটারি চালিত দুই ইজিবাইক আসতে দেখে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দুই পাচারকারী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।
এ সময় গাড়ি দুটি থেকে উদ্ধার করা হয় ৯৫ কার্টন বিভিন্ন প্রকার কোমল পানীয়, ৩৮ কার্টন বিভিন্ন ধরনের জুস, ১০ কার্টন তরল দুধ এবং ৩০ কেজি ওজনের দুই বস্তা মুড়ি। উদ্ধারকৃত চোরাই পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এ ঘটনায় চোরাচালান চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি