Logo

সারাদেশ

উচ্ছেদের পরও ফের ফুটপাতে বসেছে দোকান

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:২৯

উচ্ছেদের পরও ফের ফুটপাতে বসেছে দোকান

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে দোকান বসানো নিয়ে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। নাওজোড় হাইওয়ে পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলেও কিছুক্ষণ পরই আবার তারা সেই স্থানে দোকান বসিয়ে ব্যবসা চালু করে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং যানজটের পরিস্থিতি আরও তীব্র হচ্ছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান বসান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে কয়েক ঘণ্টা পরেই ব্যবসায়ীরা পুনরায় দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন।

ফুটপাত দখলের কারণে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। এর সাথে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানজট আরও তীব্র হচ্ছে।

পথচারী রহিম বলেন, ঈদ সামনে রেখে যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ করা অত্যন্ত জরুরি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ অবস্থার উন্নতি না হলে ঈদের সময়ে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হবে।

এছাড়া পল্লীবিদ্যুৎ এলাকায়ও একই চিত্র দেখা গেছে। পুলিশ অভিযান চালিয়ে সেখানে দোকানদারদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবার দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

পথচারী করিম জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে এ বিশৃঙ্খলা চলতেই থাকবে।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, মহাসড়কের পাশের ফুটপাত দখল করে দোকান বসানো হলে পথচারীদের চলাচলে সমস্যা হয় এবং যানজট সৃষ্টি হয়। তাই ফুটপাত উচ্ছেদে অভিযান চলমান থাকবে।

দেলোয়ার হোসেন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর