Logo

সারাদেশ

রুজিনাকে নির্যাতনের ঘটনায় মামা-মামির বিরুদ্ধে মামলা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:৪৮

রুজিনাকে নির্যাতনের ঘটনায় মামা-মামির বিরুদ্ধে মামলা

চাঁদপুরে পৈশাচিক নির্যাতনের শিকার রুজিনার মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন তার বাবা আলী আহম্মদ ভুঁইয়া। গুরুতর অসুস্থ রুজিনা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজিনার মামি রোকেয়া বেগমকে প্রধান আসামি ও মামা রুবেল মোল্লাকে দ্বিতীয় আসামি করে মামলা করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা হওয়ার পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, শুক্রবার দুপুরে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শনে আসেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন রুজিনার পরিবারের সাথে কথা বলেন।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার বিকেলে ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পেরে মাদ্রাসা রোড থেকে মেয়েটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি গত ১ বছর ধরে তার মামার বাসায় কাজ করছিল। মামাত বোন ও ভাইকে দেখাশুনা করত। তাকে তার বাবা-মার সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পুলিশ ওই মামা-মামিকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর