
কিশোরগঞ্জে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে চার লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শুক্রবার (৭ মার্চ) সদর উপজেলার ওই তিন খাদ্য প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে অভিযুক্ত করা হয়।
আদালত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রঙ ব্যবহার ও পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার দায়ে সদর উপজেলার রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা, গাঙচিল রেস্তোরাঁকে ১ লাখ টাকা এবং গৌর গোবিন্দ সুইটস কেবিনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনায় পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল সহযোগিতা প্রদান করেছে।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি