Logo

সারাদেশ

কুমিল্লা মেডিকেলে বারান্দার বেড থেকে পড়ে রোগীর মৃত্যু

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৩:২৩

কুমিল্লা মেডিকেলে বারান্দার বেড থেকে পড়ে রোগীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলার বারান্দায় থাকা অরক্ষিত অতিরিক্ত বেড থেকে পড়ে ওসমান গনি (৪৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত ১২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে এ দুর্ঘটনা ঘটে।

ওসমান গনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তার স্ত্রী কোহিনুর বেগম জানান, শুক্রবার রাতে তার স্বামী ওসমান গনির শরীর খারাপ লাগায় বারান্দার বেডে হেলান দিয়ে বসে ছিলেন। বেডটির পাশে কোনো লোহার গ্রিল ছিল না, শুধু কোমরসমান দেয়ালের রেলিং ছিল। হঠাৎ মাথা ঝুঁকে পড়লে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। এ সময় কোহিনুর বেগম স্বামীর পা ধরে টেনে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওসমান গনি হাতে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বেড সংকট থাকায় দালালের মাধ্যমে ৫০০ টাকা দিয়ে বারান্দায় থাকা একটি অরক্ষিত বেডে ভর্তি হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা দ্রুত চলে যান এবং হাসপাতালের ওয়ার্ড মাস্টার দ্রুত ওই বেড সরিয়ে নেন।

ওসমান গনির স্ত্রী কোহিনুর বেগম অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এখন কী নিয়ে বাঁচব?

ঘটনার পর শনিবার সকাল ১০টা পর্যন্ত এসব বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ, উপপরিচালক মো. শাহজাহান, সার্জারি বিভাগের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেনের মুঠোফোনে একাধিক কল করা হলেও তারা সাড়া দেননি। খুদে বার্তা পাঠালেও তারা কোনো সাড়া দেননি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতাল কর্মকর্তা বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংখ্যা ৫০০ হলেও প্রতিদিন ১ হাজার ২০০-এর বেশি রোগী ভর্তি থাকেন। ফলে রোগীদের বারান্দা ও মেঝেতে রাখতে হয়। রোগীর অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তারা এটিকে দুর্ঘটনা হিসেবে মেনে নিয়েছেন। কোনো অভিযোগ দায়ের করেননি। তবে পরবর্তীতে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর