Logo

সারাদেশ

খাগড়াছড়ির লারমা স্কয়ারে আগুনে পুড়ল ১২ দোকান

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:১২

খাগড়াছড়ির লারমা স্কয়ারে আগুনে পুড়ল ১২ দোকান

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে আগুনে পুড়েছে ১২টি দোকান। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয়রা জানান, লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া দোকানগুলোতে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ছিল।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুন লাগার কারণ জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতির আনুমানিক ১০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর